নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫