বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫