ল-র-ব-য-হ ডেস্ক
এখন পর্যন্ত পৃথিবী থেকে তোলা চাঁদের সবচেয়ে স্পষ্ট ছবি এটি। চাঁদের ৫০ হাজার ছবি, ভিডিও একত্র করে এই ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক এই ছবিতে চাঁদের এক চতুর্থাংশ স্পষ্টভাবে দেখা যায়। এই দুঃসাধ্য কাজটি সম্ভব করেছে মাত্র ১৬ বছর বয়সী এক তরুণ।
ভারতের পুনের বিদ্যা ভবন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র প্রথমেশ জাজু। সে একজন অপেশাদার জ্যোতির্বিদ এবং আলোকচিত্রী। চলতি বছরের ৩মে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত প্রথমেশ চাঁদের এ ছবিগুলো তোলে, ভিডিও করে। পরে ৪০ ঘণ্টা সময় নিয়ে সে এই ছবি, ভিডিওকে এক সুতোয় গাঁথে। মোট ১০০ গিগাবাইট মূল ছবি প্রসেসিং করে চূড়ান্তভাবে পাওয়া এ ছবির রেজ্যুলেশন দাঁড়ায় ৬০০ মেগাবাইট। অবশ্য প্রসেসিংয়ের সময় রেজ্যুলেশন বেড়ে ১৮৬ গিগাবাইট হয়েছিল।
জ্যোতির্বিদ্যা বিষয়ক আর্টিকেল ও ইউটিউব ভিডিও দেখে এ ধরনের ছবি তোলা শিখেছে প্রথমেশ। জ্যোতির্বিদ্যার ওপর উচ্চশিক্ষা গ্রহণ করে একজন জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছে তাঁর। তবে তাঁর শখ—জ্যোতির্বিদ্যার ওপর ফটোগ্রাফি চালিয়ে যাওয়া।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া
এখন পর্যন্ত পৃথিবী থেকে তোলা চাঁদের সবচেয়ে স্পষ্ট ছবি এটি। চাঁদের ৫০ হাজার ছবি, ভিডিও একত্র করে এই ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক এই ছবিতে চাঁদের এক চতুর্থাংশ স্পষ্টভাবে দেখা যায়। এই দুঃসাধ্য কাজটি সম্ভব করেছে মাত্র ১৬ বছর বয়সী এক তরুণ।
ভারতের পুনের বিদ্যা ভবন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র প্রথমেশ জাজু। সে একজন অপেশাদার জ্যোতির্বিদ এবং আলোকচিত্রী। চলতি বছরের ৩মে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত প্রথমেশ চাঁদের এ ছবিগুলো তোলে, ভিডিও করে। পরে ৪০ ঘণ্টা সময় নিয়ে সে এই ছবি, ভিডিওকে এক সুতোয় গাঁথে। মোট ১০০ গিগাবাইট মূল ছবি প্রসেসিং করে চূড়ান্তভাবে পাওয়া এ ছবির রেজ্যুলেশন দাঁড়ায় ৬০০ মেগাবাইট। অবশ্য প্রসেসিংয়ের সময় রেজ্যুলেশন বেড়ে ১৮৬ গিগাবাইট হয়েছিল।
জ্যোতির্বিদ্যা বিষয়ক আর্টিকেল ও ইউটিউব ভিডিও দেখে এ ধরনের ছবি তোলা শিখেছে প্রথমেশ। জ্যোতির্বিদ্যার ওপর উচ্চশিক্ষা গ্রহণ করে একজন জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছে তাঁর। তবে তাঁর শখ—জ্যোতির্বিদ্যার ওপর ফটোগ্রাফি চালিয়ে যাওয়া।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫