অনলাইন ডেস্ক
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে