তারকাদের দিয়ে নাটকীয় প্রচারণা
পণ্যের প্রচারণায় নাটকীয়তা বা গুজবের কাটতি সব সময় বেশি। কথায় আছে, আলোর চেয়ে দ্রুতগতি নিয়ে ছড়িয়ে পড়ে গুজব, পৌঁছে যায় এ-কান থেকে ও-কানে। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। বিনোদন দুনিয়ায় মিথ্যাকে হাতিয়ার করার প্রবণতা সব সময়ই ছিল। সিনেমা হিট