বিলম্বে আবাদ,পাকছে না আমন,আসছে বোরোর সময়
চলতি বছর দুই দফা বন্যা আর টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জে আমন চাষাবাদ পিছিয়ে যায়। ফলে ধান পাকতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে এগিয়ে আসছে বোরো আবাদের সময়, এ অবস্থায় শঙ্কায় রয়েছেন কৃষকেরা। এদিকে বীজতলার ক্ষতি হওয়ায় পুনরায় চাষাবাদ করেননি অনেক কৃষক। এতে অনাবাদি রয়েছে বেশকিছু জমি।