মাচায় ঝুলছে হলুদ তরমুজ
ছাউনির মতো মাচা। মাচায় থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের ফল। লাউ, কুমড়োর মতো ঝুলছে ফল। তবে এটা লাউ, টমেটো বা কুমড়ো মাচা নয়। এটি বিদেশি তরমুজের মাচা। পতিত জমিতে বাঁশের মাচার ওপর নেটের ছাউনি দিয়ে সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকায় চাষ করা হচ্ছে হলুদ রঙের তরমুজ।