তাঁরা বেতন-ভাতা তোলেন, কর্মস্থলে যান না
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। কোথায় আছেন কেউ বলতে পারেন না। ২০১৮ সালে সুনামগঞ্জের শাল্লায় যোগদানের পর থেকেই তিনি নিরুদ্দেশ। তবুও তাঁর চাকরি এখনো বহাল আছে। শুধুমাত্র আজিজুর রহমান নয়, উপজেলার বিভিন্ন দপ্তরের এমন আরও ৪ কর্মকর্তা নিয়মিত অফিস করেন না বলে অভিযোগ রয়েছে।