সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ
একটা পলিথিনের ব্যাগে সামান্য কিছু মুড়ি সামনে নিয়ে বসে আছেন সুফিয়া বেগম (৫৬)। সেখান থেকে আধা মুঠ মুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর মুখে পুরে আরও কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে দেখা গেল তাঁকে। শুকনো মুড়ি চিবোতে কষ্ট হয়। তাই মুখে দিয়ে কিছু সময় রাখলে সেটা ভিজে নরম হলে গিলতে কষ্টটা কম লাগে। বন্যার পানিতে