নলকূপের পানিতে দুর্গন্ধ সংকট হাজারো মানুষের
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জসহ সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে যায় প্রায় দেড় হাজার নলকূপ। এসব নলকূপ থেকে ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও সুপেয় পানির সংকট রয়ে গেছে। অনেকে আবার পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন।