২১ বছর পর বন্ধুদের আড্ডা-খুনসুটিতে ফিরে এল হারানো শৈশব
সকাল ৯টা মেঘাচ্ছন্ন আকাশ মুষলধারে বৃষ্টি। ঐতিহ্যবাহী রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। তাঁদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ গৃহিণী আবার কেউ সরকারি চাকরিজীবী। প্রায় ২১ বছর পর একে অন্যের সঙ্গে দেখা। তাই হাসি, গান আর আড্ডায় তাঁরা যেন ফিরে যান সেই স্কুলজীবনে।