কোনো নিউজ পক্ষে গেলে সাংবাদিক ভালো বিপক্ষে গেলে খারাপ: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সাংবাদিকদের বন্ধু না থাকলেও শত্রুর অভাব নাই। কোনো নিউজ পক্ষে গেলে সাংবাদিক ভালো, বিপক্ষে গেলে খারাপ। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে...