সাংবাদিক প্রতিষ্ঠান তোয়াব খান
তোয়াব খানের সঙ্গে যাঁরা কাজ করেছেন, সারা জীবন গল্প করার মতো অনেক সঞ্চয় তাঁদের আছে। এর একটি হলো, মিটিং! জনকণ্ঠে প্রতিদিন রিপোর্টিং মিটিং হতো। এরপর হতো সম্পাদকীয় বিভাগের মিটিং। তোয়াব খানের মিটিং মানে যেন ছিল কাঠগড়া! তোয়াব খান, একুশে পুরস্কারপ্রাপ্ত দেশের অন্যতম মহিরুহ সাংবাদিক, মানে আমাদের তোয়াব ভাই।