আমি প্রধানমন্ত্রীর আস্থাভাজন, সাংবাদিকেরা কিছু করতে পারবে না: শাহজাহান ওমর
কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি কী? এতে রিপোর্ট হয়। এই দেখেন না গত পরশু দিন স্কুলশিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।