‘খেলা হবে’ স্লোগান আজীবন দিয়ে যাব: ওবায়দুল কাদের
‘খেলা হবে’ জনগনের পছন্দের স্লোগান উল্লেখ্য করে কাদের বলেন, ‘আমি আজীবন এ স্লোগান দিয়ে যাব, এ স্লোগান জনগন খুবই পছন্দ করে। তাই আমি বলব, খেলা হবে, হবে খেলা। এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভব