অন্যান্য অঞ্চলের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় প্রাণীরা এতটা রঙিন হয় কেন
বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় বন ও সমুদ্রের প্রাণী জগতের রঙিন বৈচিত্র্য চোখে পড়ার মতো। রেইনফরেস্টের রঙিন তোতাপাখি থেকে শুরু করে প্রবালপ্রাচীরে থাকা উজ্জ্বল হলুদ, কমলা ও নীল রঙের মাছ পর্যন্ত,—এই উষ্ণ অঞ্চলের প্রাণীরা কেন এত উজ্জ্বল রঙ ধারণ করে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানীদের কৌতুহলের শেষ নেয়।