নতুন বইয়ের গন্ধ মেলা প্রাঙ্গণে
মেলায় বাড়ছে নতুন বইয়ের গন্ধ। আসছেন দর্শনার্থীরাও। কেউ কেউ এসেছেন বন্ধুদের নিয়ে দল বেঁধে। স্টলে স্টলে ঘুরছেন, বই দেখছেন, কিনছেনও কেউ কেউ। সেলফিও তুলছেন অনেকে। গতকাল সোমবার অমর একুশে বইমেলার পঞ্চম দিনে দেখা গেল এমন চিত্র।