রোনালদো-কেইনদের কেনাবেচায় ক্লাবগুলোর খরচ ৯৬৩ কোটি ডলার
২০২৩ সাল যেন ছিল ক্লাব ফুটবলে দলবদলের এক বছর। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি—দুই তারকা ফুটবলার ইউরোপ ছেড়ে পাড়ি জমান ভিন্ন দুই মহাদেশে। রোনালদো, মেসির মতো আরও অনেক তারকা ফুটবলারের ক্লাব বদল হয়েছে। খেলোয়াড়দের কেনাবেচায় তাই হয়েছে রেকর্ড।