১০ তারিখের পর আতর মেখে মুজিবকোট পরা নেতাদের খুঁজে পাওয়া যাবে না: দুলু
‘খালেদা জিয়া বন্দী মানে আজ দেশের মানুষ বন্দী। গোটা দেশে হাহাকার উঠে গেছে। তাই দেশের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। যাঁরা মুজিবকোট পরে আতর মেখে বেড়াচ্ছেন, আগামী ১০ (ডিসেম্বর) তারিখের পর তাঁদের আর খুঁজে পাওয়া যাবে না।’