‘আমাকে পশুর মতো মারে, আমি মরেই যাব’
কুড়িগ্রামে চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ের পিঁড়িতে বসতে হয় এক শিশুকে। দাম্পত্য জীবনে সে সুখী হওয়ার স্বপ্ন দেখলেও স্বামী ও শাশুড়ির নির্যাতনে তা পূর্ণ হয়নি। তার কথায়, ‘আমি যদি না বাঁচি, তাহলে সংসারের মায়া করে কী লাভ?