‘এক মণ ওজন বহনের ব্যথা অভাবে থাকার চেয়ে কম ’
হাট-বাজার, পথে-প্রান্তরে বই বিক্রি করেন আমিনুল ইসলাম। সংসার চালাতে ১ মণ ওজনের বিভিন্ন বই পিঠে নিয়ে ঘোরেন তিনি। এতে তাঁর শরীর ব্যথা হয় কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এক মণ ওজনের বইয়ের চেয়ে স্ত্রী-সন্তান নিয়ে অভাবে থাকার ব্যথার ওজন অনেক কষ্টের।’