টিকটকে প্রেম-গোপনে বিয়ে, অতঃপর লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র
চার বছর আগে টিকটকে পরিচয় হয় ঠাকুরগাঁওয়ের কলেজছাত্র গোলাম ফেরদৌস দুর্লভের সঙ্গে সিরাজগঞ্জের এক কলেজছাত্রীর। এরপর প্রেম, ২০২৫ সালের জানুয়ারি মাসে গোপনে বিয়ে করেন তাঁরা। তবে গত দুই সপ্তাহ স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই কলেজছাত্রী, ব্লক দেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।