আয় না থাকায় ধুঁকছে কমিউনিটি রেডিও
‘চারদিকে তখন থইথই জোয়ারের পানি। রেডিওতে ঘণ্টায় ঘণ্টায় খবর আসে। বলা হয় শুকনা খাবার, মোমবাতি ও দেশলাই রাখতে। সেসব শুনে প্রস্তুতি নিই। আমরা অশিক্ষিত মানুষ, মোবাইল-ফেসবুক চালাতে পারি না। রেডিও না থাকলে তখন কী যে হতো!’—ঘূর্ণিঝড় মোখার সময় কমিউনিটি রেডিও সৈকতের সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরতে গিয়ে কথাগুলো