‘পোস্টার মিলনকে’ ডিএনসিসির নোটিশ, দ্রুত পোস্টার অপসারণের অনুরোধ
যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকুন এবং লাগানো পোস্টারসমূহ অবিলম্বে নিজ খরচে অপসারণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায়, সিটি করপোরেশন বর্ণিত পোস্টারসমূহ অপসারণ করলে সেই ব্যয়ভার আপনাকে বহন করতে হবে। এরপরও দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার বিরুদ্ধে প