অর্ধলাখ বেকার, বন্ধ চার হাজার কিন্ডারগার্টেন
ঢাকার রামপুরার কিন্ডারগার্টেনটি বন্ধ করে নিজ গ্রামের মসজিদে ইমামতি করেন আবুল কালাম সিকদার। মেহেরপুরের শাফিউর রহমান সুরুজ কিন্ডারগার্টেন বন্ধ করে দিয়ে এখন পান-সিগারেট বিক্রি করেন। বাবার হাতে গড়া স্কুলটিকে আরও বড় করার স্বপ্ন দেখা আনোয়ার হোসেন সুমন স্কুল বন্ধ করে দিয়ে চাকরি খুঁজছেন।