মামলা করে ভেজালে পড়তে চাই না: নিহত যুবদলকর্মী শাওনের ভাই
ঝামেলা এড়াতে মামলা করতে চান না মুন্সিগঞ্জের মুক্তারপুরে গত বুধবার বিকেলে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত যুবদলকর্মী শাওনের (২৫) ছোট ভাই সোহান। তিনি বলেছেন, ‘মামলা করে ভেজালে পড়তে চাই না। মামলা করলে সমস্যা হবে। এ জন্য আমরা কোনো মামলা করি নাই, জিডিও করি নাই।’