কেন মানুষ ঠোঁটে চুমু খায়
শিশুরা সাধারণত ঠোঁটে চুমু পছন্দ করে। এখানে মাতৃস্তন্য পানের একটা ভূমিকা থাকতে পারে। কিন্তু প্রাপ্তবয়স্করাও কেন ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়? আবার মজার বিষয় হলো—মানুষ যত বেশি কাপড় শরীরের জড়ায়, তাদের মধ্যে চুমুর খাওয়ার প্রবণতা তত বেশি হয়। কারণ কি?