প্রায় ৩৩ কেজির ভোল মাছ, ৩ কোটি টাকা দাম হাঁকাচ্ছেন জেলে
সাগরে গিয়েছিলেন ইলিশ মাছ ধরবেন সেই আশায়, কিন্তু জেলের মন ভরে গেলে অন্য একটি মাছ পেয়েই। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের উত্তর জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝির জালে আটকা পরে দুষ্প্রাপ্য একটি ‘সোনা ভোল’ মাছ। যার বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য