তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢামেক মর্গে
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া আট বাংলাদেশি নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) বিকেলে মরদেহ আটটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বিমানবন্দর থানা-পুলিশ।