হামাসের সুড়ঙ্গে তিন জিম্মির মরদেহ পেয়েছে আইডিএফ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মৃত তিন জিম্মির নাম—শানি লোউক, অমিত বাস্কিলা এবং ইতজাক গেলেরান্তার। আইডিএফের দাবি, ৭ অক্টোবর তাদের হত্যা করা হয়েছিল। এরপর মরদেহ নিয়ে আসা হয় গাজায়।