ভোলার কুলসুম ৪ দশক পর সুইজারল্যান্ড থেকে ফিরলেন ম্যারি হয়ে
জন্ম ভোলায় হলেও এর জলোহাওয়ায় আর বেড়ে ওঠা হয়নি তাঁর। বাবার মৃত্যুর পর অভাবের সংসারে মায়ের কাছেও আর থাকা হয়নি তাঁর। ভোলা থেকে ঢাকা, ঢাকা থেকে সুইজারল্যান্ড। কিন্তু ‘রক্তের নিঃশব্দ সুর/সদা চলে নাড়িতন্তু বেয়ে’। নাড়ির এই টান কে অস্বীকার করবে? ভোলার সেই শিশু কুলসুমও পারেননি। চার দশকের বেশি সময় পর তিনি ফির