৪ বছর ধরে খোঁড়াখুঁড়ি জনভোগান্তি চরমে
মহানগরী খুলনায় প্রায় চার বছর ধরেই থেমে থেমে চলছে পানি, বিদ্যুৎ, সড়ক, ড্রেন ও ফুটপাতসহ বিভিন্ন সেবা সংস্থার উন্নয়নকাজ। আর কাজ করতে গিয়ে খোঁড়াখুঁড়িতে নগরীর প্রায় সব সড়কের এখন বেহাল দশা। সেই সঙ্গে নগরবাসীর ভোগান্তি আর বিড়ম্বনাও হচ্ছে দীর্ঘতর।