সুদের টাকা দিতে না পারায় কৃষকের ষাঁড় নিয়ে গেল দাদন ব্যবসায়ীরা
প্রায় এক বছর যাবৎ একটি ষাঁড় লালন-পালন করছেন কৃষক মিজানুর রহমান। কোরবানির ঈদে ষাঁড় গরুটি বিক্রি করে স্ত্রী, দুই ছেলে-এক মেয়ের জন্য নতুন কাপড় চোপড়সহ বাজার সদাই করবেন। বাকি টাকা দিয়ে গ্রামে কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদ করবেন। গত শুক্রবার ষাঁড়টি হাটে উঠিয়েছিলেন। ৮৫ হাজার টাকা দাম ওঠে। বেশি টাকায় বিক্রির আশ