মেহেরপুরে কমছে পাট চাষ
অনাবৃষ্টি, খাল-বিলে পানি না থাকা, পোকার আক্রমণ এবং ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ায় মেহেরপুরে পাটের আবাদ কমেছে। এমনকি ন্যায্যমূল্য না পেয়ে গত বছরের অবিক্রীত ২৫ থেকে ৩০ শতাংশ পাট এখনো ব্যবসায়ীদের গুদামে রয়েছে। এসব কারণে অনেক কৃষক পাট চাষ ছেড়ে অন্য ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন।