‘বিশ্বকাপ না জিতলে চোকার অপবাদ ঘুচবে না’
১৯৯২ সালে বৃষ্টি আইনের খাঁড়ায় বিদায়, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে টাই করে ছিটকে পড়া। বারবার তীরের খুব কাছাকাছি এসেও তরি ডোবার কারণে দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে বসেছে ‘চোকার’ অপবাদ। বিশ্বকাপে সম্ভাবনাময় দল হওয়ার পরও তাই ক্রিকেট পণ্ডিতদের শীর্ষ ফেবারিটের তালিকায় উঠে আসে না তাদে