পরিচ্ছন্নতায় অনন্য বিদ্যালয়
করোনা সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই সময়ে শিক্ষার্থীদের যেমন পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে, তেমনি বিদ্যালয়গুলোতে জমেছে ধুলো। কোনো বিদ্যালয়ের চেয়ার-টেবিল নড়বড়ে তো, কোনোটির মাঠের আগাছায় হাঁটাই দায়।