ভারত থেকে ফেরত পাঠানো হলো ৫ বাংলাদেশিকে, বিজিবির হাতে গ্রেপ্তার
ভারতে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে এক শিশু, তিন নারী রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের ফেরত পাঠানো হয়। পরে বিয়ানীবাজার থানায় তাঁদের হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশে দায়ে মামলা করে বিজিবি। আজ বৃহস্পতিবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।