আগে থেকেই পিএসজিকে ফেবারিট মানছেন বার্সা কোচ
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যখন নেইমার ও লিওনেল মেসি ছিলেন, তখন অন্যরকম একটা দল ছিল পিএসজি। সেই সুসময় এখন অতীত প্যারিসের দলটির। প্যারিস ছেড়ে নেইমার সৌদির আল হিলালে চলে গেছেন। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আগামী জুনে এমবাপ্পেরও পার্ক দে প্রিন্সেস ছাড়া অনেকটাই নিশ্চিত।