মারাইংতং পাহাড়কে আকর্ষণীয় পর্যটন স্থান করা হবে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘ধম্মজাদী সকলের সহযোগিতার গড়ে উঠবে। মারাইংতং ধম্মজাদী সরকারি খরচে তৈরি হবে না। ফলে ধর্মীয় এই তীর্থস্থানটি সকলের সহযোগিতায় গড়ে উঠবে। মারাইংতং পাহাড়কে একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে।’