বনে পড়ে ছিল মুখ–বুক থ্যাঁতলানো ব্যক্তির লাশ, হাতির আক্রমণ ধারণা পুলিশের
কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় বন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের মুখে ও বুকে হাতির পায়ের ছাপ রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের অদূরে সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করা হয়।