স্লুইসগেট বন্ধ থাকায় বিপাকে মৎস্যচাষিরা
সাতক্ষীরার তালায় শালিখা স্লুইসগেট বন্ধ থাকায় উপজেলার খেশরা, জালালপুর, মাগুরা ও খলিশখালীর কয়েকশ মৎস্যচাষি বিপাকে পড়েছেন। অনিশ্চিত হয়ে পড়েছে ওই অঞ্চলের প্রধান আয়ের উৎস সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদন। এতে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে চিংড়িচাষিদের।