ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার ও কাল সোমবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে নদী বন্দরগুলোয় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।