ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ গেল ক্রিকেটারের
খেলার ৩৫ তম ওভার চলাকালীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তানজিম ফিল্ডিংয়ে ছিল। এ সময় মাঠের মধ্যে বজ্রপাত হলে তানজিম মাটিতে লুটিয়ে পড়ে। তাঁর পরা জার্সির অনেকাংশ পুড়ে যায়। তাৎক্ষণিক অন্য খেলোয়াড়রা তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।