বিএনপির জোট বেশি দিন থাকবে না: ওবায়দুল কাদের
কী করবে, কী বলবে, কী কর্মসূচি দেবে—এ নিয়ে ৫৪ দল, ৫৪ পদ, ৫৪ মত। এ দল ছোট হয়ে আসবে বেশি দেরি নেই। বামে-ডানে একাকার। অতি বাম, অতি ডান। এই দৃশ্যপট থাকবে না। গতবারও দেখেছি। ২১ দলীয় জোট, শেষ পর্যন্ত জোটের নেতা কামাল হোসেনই আউট