যেখানে তিনি মহানায়ক
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে দুভাগে ভাগ করা যায়। একটি তাঁর সংগ্রাম পর্ব, অন্যটি তাঁর শাসন পর্ব। প্রথম পর্বে বঙ্গবন্ধুর যে ক্যারিশমাটিক নেতৃত্ব, তার তুলনা বিশ্ব ইতিহাসেই বিরল। পুরো জাতির প্রতিনিধি হতে পারেন, এ রকম নেতা বিরল। বঙ্গবন্ধু সেই বিরলদেরই একজন ছিলেন। অসম সাহসী ছিলেন তিনি।