অনেক নাটকের পর ওমান গেল বাংলাদেশ
বাংলাদেশ দলের বিশ্বকাপ-যাত্রার আগে একগুচ্ছ নাটকই যেন হলো! এই ফ্লাইট বাতিলের খবর তো, এই আবার ফ্লাইট আগের সময়ে যাত্রার ঘোষণা! শেষ পর্যন্ত সংশয়ের সব মেঘ কাটিয়ে ওমানের পথে রওনা দিয়েছে বাংলাদেশ দল। গতকাল রোববার রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দিয়েছেন মাহমুদউল্লাহরা।