শীত ফ্যাশনে টুপি
আর কদিন পরেই মাঘ মাস। ‘মাঘের শীতে বাঘ কাঁদে’ বলে প্রবাদ আছে আমাদের দেশে। তীব্র শীত যে মাঘেই পড়ে—এ প্রবাদ সে কথাই জানিয়ে দেয়।
শীত ঠেকাতে কত আয়োজন আমাদের। শীতের পোশাকের সঙ্গে হাতমোজা, পা-মোজা, পা-ঢাকা জুতা, মাফলার কত কিছুই-না আমরা ব্যবহার করি।