গাজার নিরাপদ এলাকাও এখন আতঙ্কের
গাজা উপত্যকার নিচের দিকে উপকূলীয় একটি বিরল সৌন্দর্যমণ্ডিত স্থান ছিল আল-মাওয়াসি। খান ইউনিস ও রাফাহর মধ্যে প্রায় ১২ কিলোমিটার বিস্তৃত এলাকাটি ছিল সবচেয়ে নান্দনিক সমুদ্রসৈকতগুলোর মধ্যে একটি। সেখানকার স্বর্ণালি বালি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অপরূপ সূর্যাস্ত এবং শান্ত সমুদ্রের বাতাস—সব মিলিয়ে আল-মাওয়াসিকে