প্রবাসফেরত ছোট ভাইকে হত্যা, গ্রেপ্তার বড় ভাই ও ভাবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাস ফেরত ছোট ভাইকে হত্যার অভিযোগে আপন বড় ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের উকিল আহমেদের ছেলে খোরশেদ আলম (৪৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৪০)।