কলসির তালে চলে সংসারের চাকা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী মিজানুর রহমান মিজান (৩৬)। দুচোখে আলো না থাকলেও জীবনযুদ্ধে দমে যাননি তিনি। অন্যের বোঝা না হয়ে বরং নিজের কাঁধেই তুলে নিয়েছেন সংসারের ভার। কলসি বাজিয়ে সুর তুলে গান গেয়ে যা আয় হয়, তা দিয়েই চলে সং